Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২২ মে, ২০১৯ ১২:৩৮

ছবি দেখে ছয় মিনিট দাঁড়িয়ে হাততালি

অনলাইন ডেস্ক

ছবি দেখে ছয় মিনিট দাঁড়িয়ে হাততালি
৭২ তম কান চলচ্চিত্র উৎসবে ২৫ বছর পর ঝড় তুললেন হলিউডের খ্যাতনামা নির্মাতা কুয়েন্তিন তারান্তিনো। পাল্প ফিকশন খ্যাত এ পরিচালক এবার কানে এসেছেন তার নতুন ছবি 'ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড' নিয়ে। মঙ্গলবার ছবিটি দেখার পর ৬ মিনিট ধরে দাঁড়িয়ে হাততালি দিয়েছেন দর্শকরা।
 
এ ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও ও ব্রাড পিট। কানে প্রধানসারির অভিনয়শিল্পীরা খুব একটা আসেন না। যার অভাব পূরণ করেছেন তারা। লাল গালিচায় পাশাপাশি হেঁটেছেন, সেলফি তুলেছেন। 
 
'ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড' ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৬ জুলাই। ছবিটিতে আরও অভিনয় করেছেন মার্গট রবি, কুর্ত রাসেল, আল পাচিনো, টিমোথি অলিফ্যান্ট ও প্রয়াত লুক পেরি। ছবিটি মুক্তি দিচ্ছে সনি ফিকচার্স।
 
সূত্র: ভ্যারাইটি
বিডি প্রতিদিন/ফারজানা

আপনার মন্তব্য