২০১৭ সালের পর আবারও বড় পর্দায় ফিরলো গতিময় দৃশ্যের জনপ্রিয় সিনেমা ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’। অ্যাকশন ও বিনোদনধর্মী চমৎকার এই সিনেমাটির নবম কিস্তি ‘হবস অ্যান্ড শ’ শুক্রবার (০২ আগস্ট) বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে। তুমুল জনপ্রিয় এই অ্যাকশন সিনেমাটি বাংলাদেশে প্রদর্শিত হচ্ছে রাজধানী ঢাকার স্টার সিনেপ্লেক্সে।
সিনেমাটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন ভিন ডিজেল, ডোয়াইন জনসন ও জেসন স্ট্যাথামের মতো অ্যাকশন হিরো। তাদের সঙ্গে এই কিস্তিতে যোগ দিয়েছেন ইদরিস এলবা। ডোয়াইন জনসন ও জেসন স্ট্যাথামের বিপরীতে খল চরিত্রে দেখা যাবে তাকে।
‘হবস অ্যান্ড শ’ সিনেমায় লুক হবস চরিত্রেই রয়েছেন ডোয়াইন জনসন। জেসন স্ট্যাথাম রয়েছেন ডেকার্ড শ হিসেবে। এই সিনেমার পাণ্ডুলিপি লিখেছেন ক্রিস মর্গান। আর পরিচালনা করেছেন ‘ডেডপুল টু’খ্যাত পরিচালক ডেভিড লিচ। সিনেমার ট্রেলার দেখুন:
বিডি প্রতিদিন/হিমেল