চলতি বছরের ইংল্যান্ডের সেরা সুন্দরীর শিরোপা জিতেছেন সে দেশে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত ভাষা মুখোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত মিস ইংল্যান্ড প্রতিযোগিতার ফাইনালে সেরার শিরোপা ওঠে তার মাথায়। খবর ইন্ডিয়া ট্যুডে'র।
পেশায় চিকিৎসক ভাষা মুখোপাধ্যায় সেরার খেতাব ছাড়াও এই প্রতিযোগিতা থেকে জিতেছেন আরো একগুচ্ছ সম্মান।
জানা গেছে, মেডিকেলে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেন ভাষা। ভারতে জন্ম নিলেও নয় বছর বয়সে পরিবারের সঙ্গে ইংল্যান্ডে চলে যান তিনি। মিস ইংল্যান্ড খেতাব জয়ের পর এবার বিশ্বসুন্দরীর প্রতিযোগিতায় অংশ নেবেন তিনি।
২৩ বছরের ভাষা ডার্বির বাসিন্দা। বোস্টনের হাসপাতালে জুনিয়র চিকিৎসক হিসেবে শিগগিরই নতুন চাকরি জীবন শুরু করার কথা রয়েছে। পাঁচটি ভাষায় কথা বলতে পারেন এই তরুণী। তার আইকিউ লেভেল ১৪৬, যা তাকে অফিসিয়ালি 'জিনিয়াস'-এর খ্যাতি দিয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল