আড়ম্বরপূর্ণ আয়োজনে গত বছরের ডিসেম্বরে ভারতের যোধপুরে বিয়ে করেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। এবার ভক্তরা তাদের সন্তান নেয়ার ঘোষণা শোনার জন্য আগ্রহী হয়ে উঠেছেন। যার প্রমাণ এরইমধ্যে বেশ কয়েকবার প্রিয়াঙ্কার গর্ভবতী হওয়ার গুঞ্জন ছড়িয়েছে।
প্রিয়াঙ্কার কাছের বন্ধু মেগান মের্কেল ব্রিটিশ রাজপুত্র হ্যারিকে বিয়ের এক বছর পরই মা হয়েছেন। তবে প্রিয়াঙ্কা সে পথে হাঁটছেন না।
একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে এন্টারটেইনমেন্ট উইকলি জানিয়েছে, নিক ও প্রিয়াঙ্কা সন্তান চান। তবে সেটা এখনই না। তারা বিবাহিত জীবন উপভোগ করছেন, পাশাপাশি কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
স্বামী ও পরিবারের সদস্যদের নিয়ে বেশ ধুমধাম করে সম্প্রতি নিজের ৩৭ তম জন্মদিন পালন করেছেন প্রিয়াঙ্কা। এবার তিনি ব্যস্ত হচ্ছেন 'দ্য স্কাই ইজ পিংক' ছবির প্রস্তুতি নিয়ে। সূত্র: ম্যারি ক্লেয়ার ইউকে
বিডি প্রতিদিন/ফারজানা