আসন্ন ঈদে প্রথমবারের মতো একসঙ্গে দর্শক-শ্রোতার সামনে আসছেন ইয়াং ট্যালেন্ট প্রত্যয় খান ও নদী। রোমান্টিক এই মিউজিক ভিডিওর শিরোনাম ‘উদাসী মন’। সম্প্রতি এর শুটিং হয়েছে উত্তরায়। ভিডিওতে মডেল হয়েছেন নবাগত রোমিও ও উঠতি মডেল তারকা লিপসি শৈলী। আগামীকাল ইউটিউবে মিউজিক ভিডিওটি মুক্তি দেওয়া হবে।
গানের কথা ‘যখন তোমার হাতে হাত রাখি, গল্প হয়ে পড়ি তোমায়, যখন তোমার চোখ চোখ রাখি, বৃষ্টি হয়ে ভেজাও আমায়। শ্রুতিমধুর গানটি লিখেছেন জিয়াউদ্দিন আলম। এর সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন প্রত্যয় খান নিজেই। গানের অডিও গত ঈদেই জিপি মিউজিক, বাংলালিংক ভাইব ও রবি স্প্ল্যাশে পাওয়া গেছে।
আগামীকাল রবিবার সন্ধ্যা ৭টায় জিসান মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউবে মিউজিক ভিডিওটি উন্মুক্ত করা হবে। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন খান মাহি। গানটি নিয়ে প্রত্যয় বলেন, ‘ভালোবাসার গান এটি। খুব চমৎকার একটি মিউজিক ভিডিও করা হয়েছে। গানটির সুর-সংগীতও হয়েছে শ্রুতিমধুর। চেষ্টা করেছি শ্রোতাদের ভালো লাগার মতো একটি গান উপহার দিতে।
বিডি-প্রতিদিন/শফিক