বিয়ে করেছেন ভারতের বিতর্কিত মডেল রাখি সাওয়ান্ত। তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। কয়েকদিন আগে শাখা-সিঁদুর পরা ছবি প্রকাশ্যে আসলেও রাখি বিয়ের খবর অস্বীকার করেছিলেন। তখন তিনি দাবি করেন, সেগুলো ফটোশুটের ছবি। তবে তিনি এবার জানিয়েছেন, ফটোশুট না। তখন মিথ্যে বলেছিলেন। রাখির বর রিতেশ যুক্তরাজ্যে থাকেন।
ঘরোয়া পরিবেশে বিয়ে হয়েছে রাখির। তার বর এরইমধ্যে ভারত ছেড়ে গেছেন বলে জানিয়েছেন তিনি। রাখি জানিয়েছেন, তিনিও এখন যুক্তরাজ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
বিয়ের পর দেয়া সাক্ষাৎকারে রাখি বলেন, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। হ্যাঁ, আমি বিয়ে করেছি। আমি নিজেই খবরটি নিশ্চিত করছি।
সূত্র: হিন্দুস্থান টাইমস
বিডি প্রতিদিন/ফারজানা