এবারের ঈদে ইকবাল খন্দকারের উপস্থাপনায় প্রচার হবে দুটি বিশেষ অনুষ্ঠান। একটির নাম ‘সেলিব্রিটি আড্ডা’। আর অন্যটি ‘ঈদ গান আলাপন’।
প্রথম অনুষ্ঠান তথা ‘সেলিব্রিটি আড্ডা’র অতিথি বাংলা চলচ্চিত্রের দুই উজ্জ্বল নক্ষত্র সোহেল রানা ও ইলিয়াস কাঞ্চন। হাসান জাহাঙ্গীরের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মনজুরুল হক মনজু। আড্ডানির্ভর বিনোদনমূলক এই অনুষ্ঠানে উঠে এসেছে দুই অতিথির অভিনয়জীবনের নানা অজানা কথা। সেই সঙ্গে উপস্থাপিত হয়েছে বাংলা চলচ্চিত্রের সমস্যা আর সম্ভাবনার বিভিন্ন দিক। আর আলাপচারিতার ফাঁকে ফাঁকে রয়েছে অতিথিদের প্রিয় গানের সম্প্রচার।
দ্বিতীয় অনুষ্ঠান তথা ‘ঈদ গান আলাপন’ এর অতিথি তরুণ প্রজন্মের সংগীতশিল্পী বালাম, পড়শি, কর্নিয়া ও ঐশী। মাহবুবা ফেরদৌসের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহজালাল সরদার। অনুষ্ঠানে শিল্পীদের সঙ্গে আড্ডা তো চলবেই, চলবে তাদের গানের ভিডিও অর্থাৎ মিউজিক ভিডিওর সম্প্রচার।
অনুষ্ঠান দুটি সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, আমার বিশ্বাস, ‘সেলিব্রিটি আড্ডা’ অনুষ্ঠানটি সবার আগ্রহ পূরণে দারুণভাবে সহায়তা করবে। আর ‘ঈদ গান আলাপন’ অনুষ্ঠানটি পূরণ করবে এই প্রজন্মের শিল্পীদের গাওয়া জনপ্রিয় সব গান উপভোগের চাহিদা।
উল্লেখ্য, ‘সেলিব্রিটি আড্ডা’ এবং ‘ঈদ গান আলাপন’ অনুষ্ঠান দুটি প্রচার হবে যথাক্রমে এশিয়ান টিভি ও বিটিভির ঈদ-অনুষ্ঠানমালায়। আর প্রচার সময় যথাক্রমে ঈদের তৃতীয়দিন সন্ধ্যা ৭টা ১০ মিনিট এবং ঈদের দিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিট।
এছাড়াও মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ইকবাল খন্দকারের উপস্থাপনায় বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচার হবে ‘গান আলাপন’ এর নিয়মিত পর্ব। এই পর্বের অতিথি সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদ ও বাঁধন সরকার পূজা।
বিডি প্রতিদিন/ফারজানা