এবার ব্যান্ড দল নিয়ে নতুনরূপে আত্মপ্রকাশ করলেন 'কন্যারে'খ্যাত কন্ঠশিল্পী শান। ত্রিতাল নামের নতুন ব্যান্ডের প্রথম গানটি মুক্তি পেয়েছে আসন্ন ঈদকে সামনে রেখে। অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ইউটিউব চ্যানেলে সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘সাদাকালো’ শিরোনামের গানটি।
ভিডিওতে অংশ নিয়েছেন ‘ত্রিতাল’ ব্যান্ডের সদস্যরা। গানটির কথা লিখেছেন ইবনে সুমন। সুর করেছেন শান। সঙ্গীতায়োজনে ব্যান্ড ত্রিতাল। মিক্স ও মাস্টারিং করেছেন রেজওয়ান সাজ্জাদ।
গানে আত্মপ্রকাশ করা নিয়ে ‘ত্রিতাল’-এর ভোকাল শান বলেন, এই ব্যান্ডটি শুধু একটি ব্যান্ডই নয়। এটা আমাদের পরিবার। এখানকার আমরা সবাই পরিবারের সদস্য। আমরা সবাই একসঙ্গে মিলে বাংলা গানের প্রতিনিধিত্ব করতে চাই। গানের পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করতে চাই।
শান আরও জানান, ইতোমধ্যে সঙ্গীত অঙ্গনের অনেকেই তাদের ব্যান্ডের জন্য শুভকামনা জানিয়েছেন। এছাড়া ‘সাদাকালো’ গানটি প্রকাশের পর প্রশংসাও পাচ্ছেন তারা। ব্যান্ডের লাইনআপে ভোকাল ও গীটারে শান ছাড়া অন্যরা হচ্ছেন, গীটারে পুষ্প, কী বোর্ডে রাকিব, বেজ গীটারে ঝলক, এবং ড্রামসে শাওন।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ