১৩ সেপ্টেম্বর, ২০১৯ ২২:৩৩

ওয়েবসিরিজে যেমন খুশির দিন শেষ; আসছে সেন্সরশিপ!

অনলাইন ডেস্ক

ওয়েবসিরিজে যেমন খুশির দিন শেষ; আসছে সেন্সরশিপ!

এবার ওয়েবসিরিজে যেমন খুশির দিন শেষ হতে চলেছে, আসছে সেন্সরশিপ! এত দিন সিনেমায় যা দেখানো যায় না বা যে সব বিষয় নিয়ে ভাবা যেত না তা কিন্তু তুলে ধরা যেত ওয়েব সিরিজে। এ কথা মানেন পরিচালকেরাও। কিন্তু এবার ওয়েব সিরিজের নির্মাতারা নিজেরাই চাইছেন নিজেদের উপর কিছুক্ষেত্রে আরোপিত হোক সেন্সরশিপ। 

সম্প্রতি ভারতের দিল্লিতে এক বৈঠক হয় অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের। সেখানেই উঠে আসে দাবি। যেহেতু মানুষ এখন টেলিভিশনের পর্দা ছেড়ে মজেছেন ওয়েব সিরিজে সেহেতু চাইল্ড পর্নোগ্রাফি, ক্রাইম ইত্যাদি বিষয়গুলো নিয়ে সচেতন হয়ে কাজ করা উচিত। নেটফ্লিক্স, হটস্টার, এরোজ নাও, জি ফাইভ সকলেই নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়েছে কী রকম কনটেন্ট তারা দেখাবেন। তবে বৈঠকে উপস্থিত সকলেই যে একমত হয়েছেন এমনটা নয়। কেনই বা নিজেদের উপর সেন্সরশিপ চাপাবেন এই নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তবে ওয়েব সিরিজের বিষয় নিয়ে তারা আরও ভাবনা চিন্তা করবেন বলে জানিয়েছেন। কিছুদিন পর সব প্ল্যাটফর্ম থেকে সিনেমা মুক্তির পরিকল্পনাও করেছেন তারা। সূত্র : এই সময়।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর