ফের অসুস্থ হয়ে পড়েছেন বাংলা গানের কিংবদন্তী সুরকার ও গীতিকার আলাউদ্দিন আলী। উন্নত চিকিৎসার জন্য খুব শীঘ্রই ব্যাংককে নেয়ার পরামর্শ দিয়েছে তার কর্তব্যরত চিকিৎসক। চিকিৎসার ব্যয়ভার বহনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে তার পরিবার। এর আগেও ২৫ লাখ টাকা অনুদান দিয়েছিলেন শেখ হাসিনা।
প্রায় দেড় বছর চিকিৎসা নেয়ার পর বেশ কয়েক মাস সুস্থ থাকলেও আবার অসুস্থ হয়ে পড়েছেন সঙ্গীতজ্ঞ আলাউদ্দিন আলী। আলাউদ্দিন আলীর স্ত্রী ফারজানা মিমি জানান, আয়েশা মেমোরিয়াল হাসপাতালে পরীক্ষা করার পর জানা যায় তার শরীরে ক্যান্সারের জীবানু ছিল।
বর্তমানে তার লিভারের ছোট একটি দানা দেখা দিয়েছে। চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নিয়ে যাওয়া কথা চলছে। ইতিমধ্যেই ভিসার জন্য আবেদন করা হয়েছে। তবে এই চিকিৎসা যাত্রায় অর্থসংকট ভাবাচ্ছে তার পরিবারকে।
বিডি প্রতিদিন/ফারজানা