দুর্ধর্ষ থ্রিলার ‘মাসুদ রানা’ সিনেমার নায়িকা হচ্ছেন শ্রদ্ধা কাপুর। জাজ মাল্টিমিডিয়া এই ঘোষণা দেওয়ার পর গুঞ্জন রটেছিল, সিনেমাটির বিষয়ে নাকি শ্রদ্ধা জানেনই না। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। গতকাল শনিবার জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, ‘মাসুদ রানা’ সিনেমায় অভিনয় করছেন না শ্রদ্ধা।
জাজ মাল্টিমিডিয়া জানায়, শুটিংয়ের সময় পরিবর্তনের কারণে সিনেমাটিতে অভিনয় করতে পারবেন না শ্রদ্ধা কাপুর। বাংলাদেশে যৌথ প্রযোজনার নীতিমালা অত্যন্ত জটিল হওয়ার কারণে ‘মাসুদ রানা’র জন্য এখনো সরকারের কাছে আবেদন করতে পারেনি প্রতিষ্ঠানটি। রবিবার এই আবেদন করা হবে এবং এই অনুমতি পাওয়া সময়সাপেক্ষ ব্যাপার বলে জানানো হয় ফেসবুকের এই পোস্টে।
উল্লেখ্য, কাজী আনোয়ার হোসেনের কিংবদন্তি চরিত্র মাসুদ রানা সিরিজের প্রথম বই ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে নির্মিতব্য চলচ্চিত্রে সুলতা চরিত্রে অভিনয়ের কথা ছিল বলিউডের হার্টথ্রুব শ্রদ্ধা কাপুরের। এমন ঘোষণা দেয়ার মাত্র মাস খানেক পর ভোল পাল্টালো প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। জানিয়েছে, বলিউডের এ নায়িকা তাদের শিডিউল দিতে পারেনি।
বিডি-প্রতিদিন/শফিক