খুব শ্রীঘই আসছে “সিডি চয়েস মিউজিক” ইউটিউব চ্যানেল থেকে কণ্ঠশিল্পী জিএম রহমান রনি ও বিন্দিয়া খানের “কলিজার টুকরা” গানের মিউজিক ভিডিও।
গানটির কথা লিখেছেন নবাগত মডেল ইকরাম কিং। সুর, সংগীত করেছেন জিএম রহমান রনি। গানটিতে মডেল হিসেবে কাজ করেছেন ইকরাম কিং ও সুস্মিতা সিনহা।
গান প্রসঙ্গে জিএম রহমান রনি বলেন, অনেক যত্ন করে কাজটি করা। গানটি যদি দর্শকশ্রোতাদের ভালোলাগে তাহলেই আমার পরিশ্রম স্বার্থক হবে।
নবাগত মডেল ইকরাম কিং বলেন, এটি আমার প্রথম কাজ। চেষ্টা করেছি নিজের সবটুকু দিয়ে কাজটি ভালো করার, বাকী বিচারের দায়িত্ব দর্শকদের।
মডেল সুস্মিতা বলেন, কাজটি অনেক ভালো হয়েছে। তাছাড়া গানের সুর, সংগীতায়োজন ও গায়কী সবকিছু আমার ভালো লেগেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন