১৭ অক্টোবর, ২০১৯ ০৮:৫৩

'দ্য লায়ন কিং' নিয়ে এল্টন জনের হতাশা

অনলাইন ডেস্ক

'দ্য লায়ন কিং' নিয়ে এল্টন জনের হতাশা

'দ্য লায়ন কিং'য়ের নতুন ভার্সনে সন্তুষ্ট হতে পারেননি এল্টন জন। ওয়াল্ট ডিজনি পিকচার্স প্রযোজিত মার্কিন সঙ্গীতনির্ভর ছবিটির জন্য গান লিখেছেন তিনি।

কিন্তু ৭২ বছর বয়সী এ ব্রিটিশ সঙ্গীতশিল্পীর অভিযোগ, নির্মাতারা গানের ওপর সেভাবে গুরুত্ব দেয়নি। অথচ নব্বইয়ের দশকে নির্মিত মূল ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটাই ছিল সঙ্গীত।

ব্রিটিশ জিকিউ সাময়িকীকে দেয়া সাক্ষাৎকারে এল্টন জন বলেন, 'দ্য লায়ন কিং'য়ের নতুন ভার্সন আমাকে খুব হতাশ করেছে। আমার মতে তারা সঙ্গীতটাকে ঠিকভাবে ব্যবহার করতে পারেনি। মূল ছবির বড় একটা অংশই ছিল সঙ্গীত কিন্তু নতুনটার ওপর সঙ্গীতের প্রভাব সেভাবে নেই।

সূত্র: ফক্স নিউজ

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর