সারা আলি খান, বলিউডের উঠতি তারকাদের মধ্যে অন্যতম জনপ্রিয় তিনি। প্রেম করছিলেন অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে। তবে তাদের ব্রেক আপ হয়ে যাচ্ছে বলে বলিপাড়ায় এখন গুঞ্জন ঘুরপাক খাচ্ছে।
বিভিন্ন সূত্র বলছে, বর্তমানে দু’জনেই নিজেদের কেরিয়ার নিয়ে ভীষণ ব্যস্ত। এ কারণে নিজেদের জন্য সময় মিলছে না একেবারেই। তাই বিচ্ছেদের পথেই হাঁটতে চলেছেন তারা।
ইমতিয়াজ আলি পরিচালিত ‘লাভ আজ কাল ২’-এর শুটিংয়ের সময় থেকেই তাদের প্রেম গাঢ় হতে থাকে। কিছু দিন আগেও জিম থেকে শুরু করে রেস্তরাঁয় খেতে যাওয়া— সব জায়গাতেই প্রায় একসঙ্গে দেখা যেত তাদের। জানা গেছে, শুটিং শেষ হওয়ার পর থেকেই সম্পর্কে অবনতি হতে শুরু করে। কার্তিক ব্যস্ত হয়ে পড়েন ‘ভুল ভুলাইয়া ২’-এর শুটিংয়ে। সারা-ও বরুণ ধাওয়ানের সঙ্গে ‘কুলি নম্বর ১’-এর শুটিংয়ে নিজেকে ব্যস্ত করে ফেলেন।
ফলে ঘুরতে যাওয়া তো দূরের কথা, ঠিক করে দেখাই হয় না তাদের। ‘আউট অব সাইট, আউট অব মাইন্ড’ প্রবচনটাই কি তবে খেটে গেল ওঁদের জন্য?
বিডি প্রতিদিন/কালাম