ঢালিউডের আলোচিত ছবি 'সাপলুডু' দেশের গণ্ডি পেরিয়ে এবার বিদেশে। ইতালি রাজধানী রোমের লাকুয়েলা নভো সিনেমা হলে ১৮ এবং ১৯ তারিখ চলছে দিনে তিনটি শো। সিনেমা হলে দর্শকদের সাথে ছবির নায়ক আরেফিন শুভ উপস্থিত ছিলেন। তিনি জানান, আগামীতে আরো ভালো ছবি উপহার দিবেন। সবাইকে পরিবার পরিজন নিয়ে সিনেমা দেখার আহবান জানান শুভ।
বেঙ্গল মাল্টিমিডিয়া এবং আর টিভির সিইও ছবির প্রযোজক সৈয়দ আশিক রহমান সিনেমা হলে উপস্থিত থেকে প্রবাসীদের অনুভূতি শুনেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইতালি বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান রিপন, সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেন, সহসভাপতি আখী সীমা কাওসার, সাংগঠনিক সম্পাদক শিমুল রহমান, প্রচার সম্পাদক তারেক হাসানসহ আরও অনেকে।
বিডি প্রতিদিন/ফারজানা