মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ দ্বিতীয় বিয়ে করেছেন এমন গুঞ্জন বেরিয়েছে। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশিত হলেও এখনো নতুন বিয়ের বিষয়ে মুখ খোলেননি শখ।
অভিনেত্রীর পরিবারের ঘনিষ্ঠজনের উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে, শখ গত ১২ মে ফের বিয়ে করেছেন। বেশ গোপনেই বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়েতে উপস্থিত ছিলেন বর ও কনের একান্ত কাছের মানুষেরা।
শখের নতুন স্বামীর নাম রহমান জন। তার সঙ্গে দীর্ঘদিনের পরিচয় ও প্রেম ছিলো শখের। জন পেশায় একজন ব্যবসায়ী। তবে তিনি আগে মডেলিং করতেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বড় পরিসরে বিয়ের অনুষ্ঠান করা হবে বলে জানা গেছে।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৭ জানুয়ারি অভিনেতা নিলয় আলমগীরকে ভালোবেসে বিয়ে করেছিলেন শখ। সেই বিয়ে দুই বছরের মাথায় ভেঙে যায়।
বিডি প্রতিদিন/ফারজানা