তরুণ প্রতিশ্রুতিশীল কবি তানিয়া চক্রবর্তীর ‘ফ্রক ও গেঞ্জি’ গল্পটির ভিডিও পাঠ ইউটিউবে প্রকাশিত হয়েছে।
ভিডিও পাঠে কণ্ঠ দিয়েছেন অময় দেব রায় ও গল্পের রচয়িতা তানিয়া চক্রবর্তী নিজেই। অময় দেব রায় মূলত গদ্যকার ও ফিল্ম সমালোচক হিসেবে সুপরিচিত।
ছবিশৈলী ও অলংকরণ প্রণবশ্রী হাজরা। প্রণবশ্রী এইসময়ের তরুণদের মধ্যে অন্য রকমের ছবিশৈলী তুলে ধরার চেষ্টা করছেন।
‘ফ্রক ও গেঞ্জি’ গল্পের ভিডিও নির্মাণ ভাবনা ও নির্দেশনায় আছে তানিয়া চক্রবর্তী নিজেই। ভিডিওটি নির্মাণ করেছেন ইতিকথা প্রকাশনীর কর্ণধার শূদ্রক উপাধ্যায়।
বাঁশিতে করুণ সুর তুলেছেন কাঁঠবিড়ালী সিনেমা খ্যাত বংশীবাদক মো. সাইদুজ্জামান সুমন। এর আগে "ফ্রক ও গেঞ্জি" গল্পটি আজকাল পত্রিকার রবিবাসরীয়তে প্রকাশিত হয়।
সম্প্রতি তরুণ এই লেখিকা কবিতায় মল্লিকা সেনগুপ্ত সম্মাননা পেয়েছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন