ঢাকাই ছবির কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাককে স্মরণ করে বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বললেন শাকিব খান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রিয় এই নায়ককে স্মরণ করে তিনি বলেন, রাজ্জাক আংকেল বেঁচে থাকলে আজ চলচ্চিত্র আরও অনেক দূর এগিয়ে যেত।
শাকিব খান তার পোস্টে লেখেন, চলচ্চিত্রের এই দুঃসময়ে সত্যি আজ আপনার কথা খুব মনে পড়ছে। আপনি বেঁচে থাকলে আপনাকে সঙ্গে নিয়ে হয়তো চলচ্চিত্রকে আরও অনেক দূরে নিয়ে যেতে পারতাম এবং সব সমস্যার খুব দ্রুত সমাধান করে ফেলতাম।
তিনি আরও লেখেন, ‘হে পরম শ্রদ্ধেয় ওপারে অনেক ভালো থাকেন, শান্তিতে থাকেন আমাদের নায়করাজ রাজ্জাক।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ