আজ ১৮ আগস্ট, ঢাকাই সিনেমার বরেণ্য নায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের জন্মদিন। প্রচণ্ড জ্বর নিয়ে বিশেষ এই দিনে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ১৬ আগস্ট থেকে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালের বিছানায় শুয়েও জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি।
আকবর হোসেন পাঠান ফারুক গণমাধ্যমকে জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে তিনি জ্বরে ভুগছেন। দুবার করোনা টেস্ট করা হয়েছে তার। কিন্তু রেজাল্ট নেগেটিভ এসেছে।
জন্মদিন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কখনও নিজের জন্মদিন পালন করি না। এর কারণ এই মাসে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। মহান এই মানুষটিকে যে মাসে হারিয়েছি, সে মাসে আনন্দ-উল্লাস করতে আমার মন টানে না। তাই ৭৫-এর পর থেকে এ দিনটি আমি নীরবে কাটাই। অনেকে আমাকে শুভেচ্ছা জানান- এটুকুই।’
প্রায় পাঁচ দশক বড় পর্দা মাতানো ফারুক একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ঢাকা-১৭ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৪৮ সালের ১৮ আগস্ট সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন তিনি। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত 'জলছবি'তে অভিনয়ের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে ফারুকের অত্মপ্রকাশ। প্রথম সিনেমায় তার বিপরীতে ছিলেন মিষ্টি মেয়ে কবরী।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ