ভারতের সুপ্রিম কোর্ট জানিয়েছেন, বলিউডের তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অপমৃত্যুর ঘটনায় হওয়া মামলার তদন্ত করবে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। আজ বুধবার সুপ্রিম কোর্ট এ নির্দেশ দেন। পাশাপাশি এ ঘটনায় মুম্বাই পুলিশের সংগৃহীত তথ্য প্রমাণ সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সুশান্ত মেধাবী অভিনেতা ছিলেন বলেও মন্তব্য করেন ভারতের সুপ্রিম কোর্ট।
সুশান্তের 'বান্ধবী' রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে বিহারের পাটনায় এফআইআর দায়ের করেন অভিনেতার বাবা কেকে সিং। রিয়ার বিরুদ্ধে সুশান্তের ১৫ কোটি টাকা তছরুপের দাবি তুলেছেন সুশান্তের বাবা। সেই এফআইআর মুম্বাইয়ে স্থানান্তরিত করার অনুরোধ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিনেত্রী রিয়া।
মঙ্গলবার আইনজীবী সতীশ মানশিন্ডের মাধ্যমে এক বিবৃতিতে রিয়া জানান, সুশান্তের মৃত্যু তদন্ত সিবিআই করলে তার কোনও আপত্তি নেই। আইনজীবী আরও জানান, মহারাষ্ট্রের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী-পুত্র আদিত্য ঠাকরের সঙ্গে রিয়ার কোনও যোগ নেই।
বিহার সরকারের পক্ষ থেকে প্রথমেই জানানো হয়েছিল পরিবার চাইলেই সুশান্তের মৃত্যু তদন্তে সিবিআই তদন্তের সুপারিশ করবে তারা। পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরে তারা সুপারিশ করেছেও। সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিহারের এফআইআরের সত্যতা মেলায় সিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এ তদন্তের ফলে একমাত্র ছেলেকে হারানো সুশান্তের বাবা ন্যয়বিচার পেতে পারেন।
বিডি প্রতিদিন/ফারজানা