২৭ সেপ্টেম্বর, ২০২০ ২০:০২

নিজের ঘর থেকে ‌‌মিস শার্লক হোমসের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

নিজের ঘর থেকে ‌‌মিস শার্লক হোমসের মরদেহ উদ্ধার

ইউকো তেকুউচি

পুরস্কারপ্রাপ্ত জাপানি অভিনেত্রী ইউকো তেকুউচি আর নেই। টোকিওতে নিজের ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ৪০ বছর বয়সী এই অভিনেত্রী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। খবর বিবিসির।

আজ রবিবার ভোরে টোকিওর শিবুয়া ওয়ার্ডের বাসাতে তেকুউচিকে মৃতদেহ উদ্ধার করেন তার অভিনেতা স্বামী তাইকি নাকাবায়াশি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তেকুউচিকে মৃত ঘোষণা করেন।

দুই সন্তানের মা তেকুউচি জাপানে প্রথম সারির তারকা ছিলেন। জনপ্রিয় এ অভিনেত্রী অনেক সিনেমা ও টিভি সিরিজে কাজ করেছেন। নারী গোয়েন্দা নিয়ে এইচবিও’র আলোচিত সিরিজ ‘মিস শার্লক’-এর নাম ভূমিকায় ছিলেন তেকুউচি।

স্যার আর্থার কোনান ডয়েলের বিখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক হোমস অবলম্বনে ২০১৮ সালে এ সিরিজ বানানো হয়। যুক্তরাষ্ট্রসহ অনেকগুলো দেশে এ টিভি সিরিজটি সম্প্রচারিত হয়। ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত ক্যারিয়ার তুঙ্গে ছিলো তার। 

সেসময় টানা তিন বছর জাপানিজ অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জিতে নেন তেকুউচি। এখন পর্যন্ত তেকুউচির মৃত্যুর ঘটনাটি আত্মহত্যা হিসেবে নিশ্চিত না হলেও গত কয়েক মাসে জাপানে কয়েকজন তারকা আত্মাহুতি দেন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর