জনপ্রিয় কণ্ঠশিল্পী আদনান বাবুর নতুন গান ‘একটা নদী আছে আমার’। গানের কথা লিখেছেন বজলুর রহমান চুন্নু, আর সুর ও সংগীত করেছেন খায়েম আহমেদ।গানটি এনটিভির বিশেষ সংস্কৃতি অনুষ্ঠান এবং আদনান বাবুর নিজস্ব ইউটিউব চ্যানেলে খুব শিঘ্রই প্রচারিত হবে। এরই মধ্যে ইউটিউবে গানটির ৫০ সেকেন্ডের একটি প্রমো প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, সংগীতাঙ্গনের দুই যুগে আদনান বাবুর ৯টি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। ১৯৯১ সালে প্রকাশিত ‘রং নাম্বার’ অ্যালবামের টাইটেল ট্র্যাক ‘রং নাম্বার টেলিফোনে, নাম না জানা কে বললো হ্যালো’-এই গানটির মাধ্যমে শ্রোতাদের মাঝে আলোড়ন তুলেছিলেন আদনান বাবু।
বিডি-প্রতিদিন/শফিক