৬ মার্চ, ২০২১ ১৭:০৬

‘বহিরাগত’ সায়ন্তিকাকে নিয়ে তৃণমূলের অন্দরে ক্ষোভ

অনলাইন ডেস্ক

‘বহিরাগত’ সায়ন্তিকাকে নিয়ে তৃণমূলের অন্দরে ক্ষোভ

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের টিকিট পেয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।  দলের প্রার্থী তালিকায় স্থান না পেয়ে ক্ষুব্ধ বাঁকুড়ার বিদায়ী বিধায়ক শম্পা দরিপা ও তার সমর্থকরা। সায়ন্তিকাকে বহিরাগত বলে উল্লেখ করেছেন শম্পা। দলের হয়ে কাজ না করার হুমকিও দিয়েছেন।

এদিকে মনোনয়ন পেয়ে সায়ন্তিকা বলেছেন, তিনি অনেক আগে থেকেই দলের সঙ্গে ছিলেন। আনুষ্ঠানিকভাবে সম্প্রতি যোগ দিয়েছেন। তিনি আরও বলেন, ‘আমার উপর ভরসা করার জন্য দিদিকে (পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা) ধন্যবাদ। লড়াইয়ে নেমে পড়েছি, অনেক কাজ করতে হবে। দিদির হয়ে আমরা নতুন এনার্জি নিয়ে সবাই মিলে মানুষের জন্য কাজ করব’।

এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় তারকাদের ছড়াছড়ি। রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অদিতি মুন্সি, মনোজ তিওয়ারি, জুন মালিয়ার মতো তারকাদের প্রার্থী করেছে তৃণমূল। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর