বৈশাখী টেলিভিশনের লাইভ মিউজিক্যাল শো ‘বৈশাখী ফোক’। প্রচারিত হচ্ছে প্রতি শুক্রবার রাত ১০টা ৫৫ মিনিটে। আফরিন অথৈ-এর উপস্থাপনায় আগামীকাল শুক্রবার (১২ মার্চ) সরাসরি গান গাইবেন দেবলিনা সুর ও সন্দীপন। প্রযোজনা করেছেন লিটু সোলায়মান।
দেবলিনা ও সন্দীপন বলেন, প্রিয় দর্শকদের জন্য ভালো লাগার কিছু গান গাইব। আশা করি, গানগুলো তাদের ভালো লাগবে বলে আমাদের বিশ্বাস।
অনুষ্ঠানটি নিয়ে বলতে গিয়ে বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, লোকগানের কথা ও সুরের ভাব-রস-মাধুর্য দেশ-বিদেশের সব মানুষকে জানাতে এবং প্রাচীন লোকগানের ভাণ্ডারকে জনগণের মধ্যে সমসাময়িক মিউজিক কম্পোজিশনের মাধ্যমে নতুন আঙ্গিকে সরাসরি তুলে ধরতেই বৈশাখী ফোক অনুষ্ঠানের আয়োজন।
বিডি প্রতিদিন/ফারজানা