করোনা সংক্রমণের কারণে মারা গেলে বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের মা। জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে গত কয়েকদিন ধরে কলকাতার ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। করোনার রিপোর্ট নেগেটিভ আসার পরও তার অবস্থার অবনিত হতে থাকে। পরে আজ বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭। খবর ইন্ডিয়া টুডের।
জানা গেছে, গতকাল বুধবার রাত এগারোটা নাগাদ মাল্টি অর্গান ফেলিওরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দিন কয়েক আগেই তার এ নেগেটিভ গ্রুপের রক্তের প্রয়োজন হয়েছিল। কিন্তু বিরল গ্রুপ হওয়ায় তা সহজেই পাওয়া যায়নি। শেষমেশ নেটদুনিয়ায় সৃজিত-স্বস্তিকরা আবেদন জানান। পরে রক্তের ব্যবস্থা করা হলেও শারীরিক উন্নতিও হয়েছিল। কিন্তু ফের অবনতি ঘটতে থাকে। এই ক’দিন মাকে নিয়ে ছুটোছুটি করলেও আর শেষরক্ষা হয়নি। পাশে ছিলেন স্ত্রী কোয়েলও। মাতৃবিয়োগে অরিজিতের পরিবারে শোকের ছায়া।
বিডি-প্রতিদিন/শফিক