করোনা রোগীদের সেবায় আবারও এগিয়ে এলেন সালমান খান। করোনা রোগীদের জন্য ৫০০টি অক্সিজেন কনসেনট্রেটর সংগ্রহ করেছেন তিনি ও তার টিম।
আপতকালীন একটি নম্বর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করে সালমান লিখেছেন, ‘আমাদের প্রথম ধাপের ৫০০ অক্সিজেন কনসেনট্রেটর মুম্বাই পৌঁছেছে। জরুরি ভিত্তিতে অক্সিজেনের প্রয়োজন হলে করোনা রোগীরা, 8451869785, এই নম্বরে ফোন করতে পারেন। বা আমায় সরাসরি মেসেজ বা ট্যাগ করেও এর প্রয়োজনের কথা বলতে পারেন। এই কনসনট্রেটর বিনামূল্য মিলবে। ব্যবহার করার পর এগুলো ফেরত দিতে হবে।’
সরাসরি ফোন করে বিনামূল্যে এই সুবিধা নিতে পারবেন করোনা রোগী ও তার আত্মীয়রা।
সূত্র: ইন্ডিয়া টুডে
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ