প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়া থেকে মুক্তি পেয়েছে কন্ঠশিল্পী মিলটন এর নতুন মিউজিক ভিডিও ‘জুলিয়েট।' ‘তোমার হাজার রোমিও, মাঝে যে আমিও/ জুলিয়েট মনে মনে ভাবতাম তোমায়..’ এই কথায় গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন অনিক খান এবং কানিজ।
গানের কথা, সুর ও সংগীত কন্ঠশিল্পী মিলটনের নিজের। জুলফিকার আহমেদ সায়েমের চিত্রগ্রহণে মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন ইমরান আহমেদ। সম্পাদনা ও রঙবিন্যাস করেছেন ব্রাউনি অমিত। গানে গীটার বাজিয়েছেন জে আর সুমন।
নতুন ভিডিও প্রসঙ্গে সংগীতশিল্পী মিলটন বলেন, ‘অনেকদিন ধরেই গানটি নিয়ে কাজ করছিলাম। লায়নিকের ব্যানারে গানটি মুক্তি পেল। আশা করছি শ্রোতারা গানটি পছন্দ করবেন। এছাড়াও বেশ কিছু ট্র্যাক নিয়ে কাজ করছি।'
ভিডিও দেখতে ক্লিক করুন
বিডি প্রতিদিন / অন্তরা কবির