বিয়ে করেছেন ২০১০ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার রাখি মাহবুবা। বর প্রকৌশলী ও ব্যবসায়ী সাজ্জাদ হোসাইন। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুইজনের প্রথম দেখা হয়। দুই বছরের প্রেমের সম্পর্কের পর গতকাল শুক্রবার দুবাইয়ের পাম জুমেরাহতে বিয়ে করেন রাখি ও সাজ্জাদ।
বাংলাদেশে জন্ম হলেও ছোটবেলা থেকে রাখির বর সাজ্জাদ সিঙ্গাপুরে থাকেন। তিনি সেখানকারই নাগরিক এবং সেখানেই ব্যবসা করেন।
২০১০ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন রাখি মাহবুবা। ‘বিস্ময়’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ছোট পর্দায় অভিষেক ঘটে তার। এরপর বিজ্ঞাপণে কাজ করে আলোচনায় আসেন তিনি। পাশাপাশি কাজ করেছেন মিউজিক ভিডিওতেও।
২০১৩ সালে রাখি মাহবুবা প্রকৌশল বিষয়ে স্নাতক করার জন্য পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। সেখানে পুরকৌশলে স্নাতক করেছেন। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়াতেও আমি মিউজিক ভিডিও এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছি। ওখানে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকলেও ক্যামেরা ছেড়ে যেতে পারিনি।’
বিডি প্রতিদিন/ফারজানা