দুই সপ্তাহের মাথায় ফের হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের খ্যাতনামা অভিনয়শিল্পী দীলিপ কুমার। গতকাল মঙ্গলবার ৯৮ বছর বয়সী এ অভিনেতাকে হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়। সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি আজ বুধবার এ খবর প্রকাশ করেছে।
চলতি মাসের ৬ জুন দীলিপ কুমারকে এ হাসপাতালেই ভর্তি করা হয়েছিল। ১১ জুন তিনি হাসপাতাল ছেড়ে যান। শ্বাসকষ্ট নিয়ে গতকাল ফের হাসপাতালে ভর্তি হন তিনি। বর্তমানে তার অবস্থা ভালো আছে। দীলিপ কুমারকে আইসিইউতে রাখা হয়েছে যারা চিকিৎসকরা সবসময় তাকে পর্যবেক্ষণ করতে পারেন।
বলিউডের প্রথম খান বলা হয় দীলিপ কুমারকে। তার আসল নাম মোহাম্মদ ইউসুফ খান। 'কোহিনূর', 'মুঘল-ই-আজম', 'রাম অর শ্যাম'র মতো কালজয়ী ছবিতে তিনি অভিনয় করেছেন। ১৯৯৮ সালে তিনি 'কিলা' ছবিতে অভিনয় করেন। এরপর আর বড় পর্দায় দেখা দেননি দীলিপ কুমার।
বিডি প্রতিদিন/ফারজানা