মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন নেহা আক্তার ও আলিফ। "তোর আকাশে উড়ি" শিরোনামের গানটি ড্রিম টাচ মিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আগামী ৮ জুলাই।
গানটিতে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী গায়ক মুহাম্মদ মিলন ও পুস্পিতা। গানটির ভিডিও নির্মাণ করেছেন রাজু আহম্মেদ।
নেহা আক্তার বলেন, গানের সাথে গল্পটি ছিলো অসাধারণ। আশা করি, সকল শ্রোতা হৃদয়ে গানটি জায়গা করে নিবে।
তরুণ নির্মাতা রাজু আহম্মেদ বলেন, যত্নসহকারে কাজটি করেছি। সুন্দর একটি গল্পে ভিডিও নির্মাণ করা হয়েছে। সবার ভালো লাগবে।
বিডি প্রতিদিন/ফারজানা