গীতিকার রবিউল ইসলাম জীবনের কথায় এর আগেও একাধিক গানে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি গায়ক কুমার বিশ্বজিৎ। ২০১৮ সালের জীবনের কথায় প্রকাশিত কুমার বিশ্বজিতের ‘বৃষ্টি এলেই আসো তুমি’ বেশ প্রশংসা কুড়ায়। অটামনাল মুনের সুর করা সেই গানটি ভিডিও আকারে প্রকাশ করে সিডি চয়েস।
তিন বছর পর আবারও জীবনের কথায় গাইলেন কুমার বিশ্বজিৎ। এবারের গানটির শিরোনাম ‘আপনার চেয়ে আপন’। এটির সুর করেছেন বেলাল খান। সম্প্রতি উত্তরার নিজ স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন কুমার বিশ্বজিৎ।
গানটির মুখ- ‘এই খুব রাগারাগি হাজারও নালিশ/এ আবার ভাগাভাগি একটা বালিশ/তুমি আমি দুটি প্রাণ এক তবু মন/একই সূতোয় বুনে যাই সুখের স্বপন/আমার আপনার চেয়ে তুমি আরও আপন/কেউ তো বাসে না ভালো তোমার মতন’।
গানটি নিয়ে রবিউল ইসলাম জীবন বলেন, ‘কুমার বিশ্বজিৎ দাদা সব সময়ই রুচিশীল গান করে থাকেন। তার গানের কথায়ও থাকে আলাদা বৈশিষ্ট্য। দুই বছর আগে গানটি নিয়ে দাদার সঙ্গে কথা হয়। তখনই লিখি। কথাগুলো দাদা পছন্দও করেন। এরপর বেলান খানকে দিলে সে সুর করে। সম্প্রতি দাদা সুরসহ গানটি শুনেন এবং কণ্ঠ দেন। দুর্দান্ত গেয়েছেন তিনি। আমার বিশ্বাস উনার ভক্তরা গানটি বেশ পছন্দ করবেন।’
জীবন আরও জানান, সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে মান-অভিমান, খুনসুটি এবং ভালোবাসার গল্প ফুটে উঠেছে গানটির কথায়। আসছে ঈদে সিডি চয়েসের ব্যানারে গানটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ২০০৭ সালে প্রকাশিত কিশোর দাসের প্রথম একক অ্যালবাম ‘নিখোঁজ সংবাদ’-এর টাইটেল গানে জীবনের কথায় সুর দিয়েছিলেন কুমার বিশ্বজিৎ। সেটি ছিল দুজনের প্রথম কাজ। সেই গানটিও বেশ সমাদৃত হয়।
বিডি প্রতিদিন/আরাফাত