২৫ সেপ্টেম্বর, ২০২১ ১৫:১২

এবার যুক্তরাষ্ট্রে ক্যারোলিনার ভায়োলিনে ‘মানিকে মাগে হিতে’ (ভিডিও)

অনলাইন ডেস্ক

এবার যুক্তরাষ্ট্রে ক্যারোলিনার ভায়োলিনে ‘মানিকে মাগে হিতে’ (ভিডিও)

ক্যারোলিনা প্রতসেনকো

‘মানিকে মাগে হিতে’ গানটি দিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন শ্রীলঙ্কান সঙ্গীতশিল্পী ইয়োহানি ডিলোকা ডি সিলভা। সিংহলী ভাষার গান ‘মানিকে মাগে হিতে’ এত বেশি জনপ্রিয় হয়েছে যে গানটির তামিল, মালয় ও বাংলা সংস্করণও বের হয়েছে। এবার ভায়োলিনে গানটির সুর তুলেছেন ক্যারোলিনা প্রতসেনকো নামের এক কিশোরী।

১১ বছরের ক্যারোলিনার জন্ম ইউক্রেনে, বর্তমানে পরিবারের সঙ্গে থাকেন যুক্তরাষ্ট্রে। ২২ সেপ্টেম্বর ‘মানিকে মাগে হিতে’ গানটির সুর তোলার সেই ভিডিও ফেসবুকে আপলোড করেছেন ক্যারোলিনা। ইউটিউবে ১৮ লাখের বেশিবার ভিডিওটি দেখা হয়েছে।

৬ বছর বয়স থেকেই ভায়োলিন শেখা শুরু করেন ক্যারোলিনা। এরইমধ্যে তার মিউজিক ভিডিও বের হয়েছে। ক্যারোলিনার পরিবারের সদস্যরাও সঙ্গীতের সঙ্গে যুক্ত। বিশ্বের ৫০টিরও বেশি দেশে ক্যারোলিনার ভক্ত আছে। ইউটিউবে তার ভিডিও ৫০০ মিলিয়নের বেশি বার দেখা হয়েছে। ক্যারোলিনা সারা বিশ্ব ঘুরে দেখতে চান, করতে চান সঙ্গীত কনসার্ট। 

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর