অস্কারের ৯৪তম আসরে সেরা অভিনেতা হন উইল স্মিথ। তবে তিনি এবারে আলোচনায় এসেছেন আসরের অন্যতম সঞ্চালক ক্রিস রককে চড় মারার মধ্য দিয়ে। চড়কাণ্ডের পরে উইল স্মিথকে অনুষ্ঠানস্থল ছেড়ে যেতে বলা হলেও সেটা তিনি প্রত্যাখ্যান করেছিলেন।
এক বিবৃতিতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ এই কথা জানিয়েছে। সংস্থাটি বলেছে, ‘স্মিথকে অনুষ্ঠান ছেড়ে যেতে বলা হয়েছিল। কিন্তু তিনি সেটা প্রত্যাখ্যান করেছিলেন। তারা স্মিথের বিরুদ্ধে ‘শাস্তিমূলক ব্যবস্থা’ নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।
যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
উল্লেখ্য, এবার অস্কারের ৯৪তম আসরে স্ত্রী জাডা পিনকেট স্মিথের মুণ্ডিত মাথা নিয়ে রকের রসিকতার জের ধরে মঞ্চে উঠে তাকে চড় মারেন স্মিথ। ২০১৮ সালে এলোপিশিয়া রোগে আক্রান্ত হয়ে চুল ঝরে যাওয়া জাডাকে নিয়ে এমন রসিকতা আহত করে স্মিথকে। অবশ্য এ ঘটনায় পরিপ্রেক্ষিতে ব্যাপক সমালোচনার পরে উইল স্মিথ গত সোমবার ক্রিস রকের কাছে ক্ষমা চেয়ে ইনস্টাগ্রামে পোস্ট দেন।
বিবৃতিতে আরও বলা হয়, আগামী ১৮ এপ্রিল অ্যাকাডেমির পরবর্তী বোর্ড সভায় স্মিথের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হতে পারে। এতে ‘স্থগিতাদেশ, বহিষ্কার বা অন্যান্য নিষেধাজ্ঞা’ অন্তর্ভুক্ত হতে পারে। এর পাশাপাশি এই ঘটনার জন্য ক্রিস রকের পাশাপাশি মনোনীত অতিথি ও দর্শকদের কাছে সরাসরি ক্ষমা চায় অ্যাকাডেমি।
বিডি প্রতিদিন/আবু জাফর