অস্কারের মঞ্চে চড় কাণ্ডের তিন দিন পর জনসমক্ষে আসলেন কমেডিয়ান ক্রিস রক।
বুধবার রাতে যুক্তরাষ্ট্রের বোস্টনে শোতে ক্রিস সেদিনের ঘটনা নিয়ে মুখ খুলেছেন।
দর্শকদের উদ্দেশে ক্রিস বলেন, আমি এখনো ভাবছি, সেদিন ঠিক কী হয়েছিল? মনের মধ্যে এখনো সেই মুহূর্তটি নিয়ে ভাবনা চলছে।
এদিকে অস্কার অনুষ্ঠানের পর থেকেই ক্রিসের অনুষ্ঠানের টিকিটের দাম বিক্রি বেড়েছে। বুধবার রাতের শোতে উপস্থিত এক নারী দর্শক হলিউড রিপোর্টারকে জানান, রোববারের চড়ের ঘটনার পর তিনি ক্রিসের শোয়ের দুটো টিকিট কিনেছেন ২ হাজার ২০০ ডলার।
অস্কারের পুরস্কারের মঞ্চে স্ত্রীকে নিয়ে চটুল রসিকতার ‘শাস্তি’ হিসেবে সোজাসুজি মঞ্চে উঠে গিয়ে সঞ্চালক কমেডিয়ান ক্রিস রককে সপাটে চড় মারেন উইল স্মিথ! এতে স্তব্ধ হয়ে যায় কোটি কোটি দর্শক।
সেদিন অ্যালোপেশিয়ায় আক্রান্ত স্ত্রী জাডা পিংকেটের টাক মাথা নিয়ে ঠাট্টা করে ক্রিস বলেছিলেন, জাডাকে তিনি জিআই জেন টু’তে দেখতে চান। ১৯৯৭ সালের ছবি ‘জি আই জেন’-এর নায়িকাও ছিলেন টাক মাথার। কথাটা ভালো লাগেনি স্ত্রী পিংকেটের। এ কারণে মঞ্চে উঠে গিয়ে ক্রিসকে চড় দেন উইল স্মিথ।
বিডিপ্রতিদিন/কবিরুল