দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে অভিনেতা রণবীর কাপুর ও আলিয়া ভাটের দীর্ঘ সম্পর্ক পরিণতি পেতে চলেছে। খুব দ্রুতই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের এই তারকা জুটি। ২০১৮ সালে অয়ন মুখার্জির সিনেমার শুটিং চলাকালীন তাদের সম্পর্কের শুরু। গত বছর ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের পর্ব থেকেই রণবীর-আলিয়ার বিয়ের গুঞ্জন শোনা গিয়েছিল। কয়েকদিন আগেই জল্পনা রটে যায়, চলতি বছরে এপ্রিল মাসেই গাঁটছড়া বাঁধবেন তারা। এবার বিয়ের গুঞ্জনে সিলমোহর দিলেন খোদ রণবীর।
এক সাক্ষাৎকারে রণবীর জানান, আলিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। খুব শিগগিরই এই বিশেষ দিনটির সম্মুখীন হবেন তারা। কিন্তু তাদের বিয়ের তারিখ কবে? রণবীরকে এই প্রশ্ন জিজ্ঞেস করতেই অভিনেতা বলেন, আমাকে পাগল কুকুরে কামড়ায়নি যে আমাদের বিয়ের তারিখ জানিয়ে দেব। এরপরই অভিনেতা আরও বলেন, আমি তারিখটা বলব না। কারণ মিডিয়ার সঙ্গে বিয়ের তারিখ বলার জায়গা নয়। কিন্তু আমার আর আলিয়ার তাড়াতাড়ি বিয়ে করার ইচ্ছা আছে। এটুকুই বলতে পারি, আমরা বিয়ে করছি।
অন্যদিকে রণবীর-আলিয়ার বিয়ের প্রসঙ্গ নিয়ে মুখে কুলুপ এঁটেছে কাপুর পরিবার। বিয়ের গুঞ্জন নিয়ে ঋষি কাপুরের বোন রিমা জৈন জানিয়েছেন, 'আমরা জানি না তারা কবে বিয়ে করছে। রণবীর-আলিয়ার বিয়ে হবে ঠিকই, কিন্তু কবে বিয়ে হবে, তা আমরা জানি না। আমরা এখনও পর্যন্ত কোনও প্রস্তুতি নিইনি। তাহলে এত তাড়াতাড়ি কীভাবে বিয়ে হবে বলুন।
সূত্র- নিউজট্রাকলাইভ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ