যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৪তম আসরে সঞ্চালক ক্রিস রককে উইল স্মিথের চড়-কাণ্ড নিয়ে কম শোরগোল হয়নি। যার রেশ পাওয়া গেল গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৪তম আসরেও। অস্কারের মঞ্চের সে ঘটনার প্রতীকী প্রতিবাদ স্বরুপ এদিন উপস্থাপক নাটে বারগাটজে ডনস মঞ্চে আসেন হেলমেট পড়ে। খবর ডেইলি মেইলের।
অনুষ্ঠান শুরুর আগেই স্মিথকে খোঁচা দিয়ে লেভার বার্টন হঠাৎ ঘোষণা দেন, ‘এখন আমি আপনাদের সতর্ক করতে চাই, কারণ, এবার যিনি মঞ্চে আসছেন, তিনি একজন কমেডিয়ান। নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি কী বলতে চাইছি। সবাইকে সতর্ক করে বলছি, নিজের আসনেই বসে থাকবেন এবং নিজের হাত সামলে রাখবেন।’ তার এমন রসিকায় তাল দেন নাটে বারগাটজেও। তিনি ক্রিস রকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে বলেন, ‘কমেডিয়ানদের এখন থেকে অ্যাওয়ার্ড শোগুলোতে হেলমেট পরে কৌতুক করতে হবে।’
উল্লেখ্য, হলিউডের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে স্ত্রীকে নিয়ে কৌতুক করায় উইল স্মিথ উপস্থাপক ও কৌতুক অভিনেতা ক্রিস রককে চড় মারেন। মূলত শারীরিক সমস্যার কারণে উইল স্মিথের স্ত্রী জাডার চুল পড়ে যায়। এই বিষয়টি নিয়ে কৌতুক করেন ক্রিস রক।
১৯৯৭ সালের ‘জি আই জেন’ সিনেমার নায়িকার মাথায় চুল কম থাকা নিয়ে সে সময় বেশ চর্চা হয়েছিল। স্মিথের স্ত্রী জাডার মাথাতেও চুল কম। আর এ জন্যই রসিকতা করে তাকে ‘জি আই জেন ২’-এর নায়িকা হিসেবে ইঙ্গিত করেন সঞ্চালক ক্রিস। আর তখনই ধীর পায়ে স্টেজে উঠে সঞ্চালককে কষে চড় মারেন উইল স্মিথ।
বিডি-প্রতিদিন/শফিক