ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান প্রথমবারের মতো পূজা চেরির সঙ্গে জুটি হয়ে আসছেন পর্দায়। ছবির নাম ‘গলুই’। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ছবির টিজার প্রকাশ করা হয়েছে। ঈদ উপলক্ষ্যে ছবিটি মুক্তি দেওয়া হবে।
রোমান্টিক গল্পের ছবি ‘গলুই’ ২০২০-২১ অর্থ বছরে সরকারি অনুদান পায়। প্রযোজক খোরশেদ আলম খসরু ছবিটি প্রযোজনা করছেন।
শাকিব খান ও পূজা চেরি ছাড়াও ‘গলুই’ সিনেমায় আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, সুচরিতা, আলী রাজ, সমু চৌধুরী প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা