সাত বছর পরে অনুরূপ আইচের গান দিয়ে ভক্তদের ঈদ উপহার দিতে যাচ্ছেন জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক আরফিন রুমি। গানটির শিরোনাম ‘প্রেমের পরশে’। এই গানে তার সাথে সহশিল্পী হিসেবে আছেন নিশ্চুপ বৃষ্টি।
সিডি চয়েসের ব্যানারে নির্মিত ‘প্রেমের পরশ’ গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। দীর্ঘ বছর পরে অনুরূপ আইচের গান গাওয়া প্রসঙ্গে আরফিন রুমি জানান, ‘আমি অনুরূপ আইচকে আমার গান লেখা-শেখার গুরু মানি। আমার ক্যারিয়ারের শুরু থেকেই উনার অগাধ ভালোবাসা ও সাহায্য পেয়েছি। তার অনেক অবদান রয়েছে আমার জনপ্রিয়তার পেছনে। আমি গান থেকে বিরতিতে যাওয়ার পরে বাণিজ্যিকভাবে গানে ফেরার সুযোগটা পেলাম এতদিন পরে। এজন্য দেরি হলো আমাদের জুটিবদ্ধ গান প্রকাশে। আর এ কয়েক বছরে সোশ্যাল মিডিয়া জুড়ে ভক্তদের প্রাণের দাবি ছিলো, আমি যেন আবারও অনুরূপ আইচের গান করি। সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল ভাইয়ের সুবাদে ভক্তদের ইচ্ছে পূরণ হতে যাচ্ছে ঈদে।’
অন্যদিকে অনুরূপ আইচ বলেন, ‘প্রেমের পরশ গানটি ভালো লাগবে সবার। আশা করি, এখন থেকে রুমি ও আমার গান নিয়মিত পাবেন।’
বিডি প্রতিদিন/ফারজানা