গত কয়েক বছর ধরেই গুঞ্জন চলছিল। অবশেষে তা সত্যি হতে চলেছে। পর্দায় আসছে নো এন্ট্রির সিক্যুয়েল। ছবির সিক্যুয়েলে নো এন্ট্রির ছবির সালমান খান-অনিল কাপুর-ফারদিন খান; তিনজনকেই দেখা যাবে। খবর ফিল্মফেয়ার সাময়িকীর।
পরিচালক আনিস আজমি জানিয়েছেন, ‘খুব দ্রুত ছবির শুটিং শুরু হবে।’ প্রযোজকের ভূমিকায় আছেন বনি কাপুর। পরিচালক আরও বলেছেন, ‘সালমান ভাইয়ের সঙ্গে ৪/৫বার দেখা করেছি। বলেছি, দ্রুত ছবির কাজ শুরু করতে হবে। সালমান ভাই ছবি বিষয়ে বেশ সিরিয়াস এবং খুব দ্রুত আমরা কাজ শুরু করবো।’
নো এন্ট্রি ছবিতে নায়িকা হিসেবে ছিলেন বিপাসা বসু, লারা দত্ত, এশা দেওল ও সেলিনা জেটলি। তাদের সিক্যুয়েলে দেখা যাবে কী না; তা এখনো নিশ্চিত নয়।
বিডি প্রতিদিন/ফারজানা