ঈদুল ফিতর উপলক্ষে চাঁদ রাতে বৈশাখী টিভিতে প্রচার হবে দুটি নাটক ও তিনটি সিনেমা। সিনেমা তিনটি হলো- সকাল ১০-১০ মিনিটে সাত খুন মাফ, বিকাল ২.৪০ মিনিটে মন এবং রাত ১২টায় আমি জেল থেকে বলছি। চাঁদ রাতের দুটি নাটকের মধ্যে রাত ৮ টায় প্রচার হবে ‘গুগল গোলমাল’ এবং রাত ১০ টায় ‘সুন্দরী’।
বৈশাখী টিভি চাঁদ রাতের হাইলাইটস
চাঁদ রাতের বিশেষ ম্যাগাজিন ‘অন্য রকম ঈদ’
এতে অংশ নেবেন ইলিয়াস কাঞ্চন ও নকুল কুমার বিশ্বাস। চাঁদ রাত রাত ৯.০০টায় বৈশাখী টিভিতে প্রচার হবে সুস্থধারার তথ্য ও বিনোদন মূলক ঈদ ম্যাগাজিন ‘অন্যরকম ঈদ’। পরিকল্পনা,পরিচালনা ও উপস্থাপনা এইচ এম বরকতুল্লাহ। বিআরবি নিবেদিত অনুষ্ঠানটি প্রযোজনায় রয়েছে ন্যাশনাল মিডিয়া সেন্টার। বিশেষ স্কিডে অংশ নিবেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন, শফিক খান দিলু, হায়দার আলী ও শাহীন খান। বিশেষ সংগীত পরিবেশন করবেন নকুল কুমার বিশ্বাস। এ ছাড়া রয়েছে নানা হাস্যরসে ভরা মজার মজার স্কিড।
চাঁদ রাতের একক নাটক ‘গুগল গোলমাল’
একক নাটক: গুগল গোলমাল (প্রচার সময় রাত ৮.০০ মি.)। অভিনয়ে: জাহের আলভী, স্বাগতা, মাসুম বাশার, জিদান সরদার, সাবরিন সুইটি প্রমুখ। রচনা: আহমেদ তাওকীর, পরিচালনা: সরদার রোকন।
চাঁদ রাতের একক নাটক ‘সুন্দরী’
একক নাটক: সুন্দরী (প্রচার সময় রাত ৯টায়)। অভিনয়ে: শিপন মিত্র, মৌমিতা মৌ, সাগর সিদ্দিকী প্রমুখ। রচনা ও পরিচালনা: সাগর সিদ্দিকী।
চাঁদ রাতের বিশেষ বাংলা সিনেমা
সকাল ১০.১০: মিনিটে বাংলা সিনেমা: সাত খুন মাফ (অভিনয়ে- শাকিব খান, নদী, আমিন খান, মনিকা বেদী, মিজু আহমেদ প্রমুখ। দুপুর ২: ৪০ মিনিটে বাংলা সিনেমা: মন (অভিনয়ে- রিয়াজ, শাবনূর, শাকিল, মিশা, ডিপজল প্রমুখ। রাত ১২: ০০ মিনিটে বাংলা সিনেমা: আমি জেল থেকে বলছি। (অভিনয়ে: মান্না, মৌসুমী, নদী, ওমর সানী প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ