বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের সম্পর্কের রসায়ন নিয়ে কম চর্চা হয় না। ব্যক্তিগত জীবন বেশ গোপন রাখতেই পছন্দ করেন দুই তারকা। তাই বিয়ের আগে পর্যন্ত সম্পর্ক কিংবা বিয়ে নিয়ে একেবারেই চুপ ছিলেন ক্যাট-ভিকি। সব পেরিয়ে এখন যে- তারা সুখী সংসারী তা তাদের সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যায়।
ক্যাটরিনা সম্পর্কে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন ভিকি। তিনি বলেছেন, আমি ভাগ্যবান, ক্যাটরিনাকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। সে খুব বিচক্ষণ, বুদ্ধিমতী এবং সহমর্মী। রোজ আমি তার থেকে কিছু না কিছু শিখি। আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে তার অনেকখানি প্রভাব রয়েছে।
উল্লেখ্য, দুই পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে রাজস্থানে বিয়ে হয় ‘ভিক্যাট’ (ভালোবেসে ভিকি আর ক্যাটরিনাকে এই নামেই ডাকে অনুরাগীরা)-এর। বর্তমানে আলাদা আলাদা ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। তবে এখনও অনস্ক্রিন দেখা যায়নি তাদের। মাঝে শোনা গিয়েছিল ভিকি আর ক্যাটরিনাকে নিয়ে সিনেমা বানানোরও কথা হচ্ছে। তবে সেই ছবি নিয়ে নিশ্চিত তথ্য মেলেনি!
সূত্র : আনন্দবাজার পত্রিকা ও এবিপি।
বিডি-প্রতিদিন/শফিক