প্রতিদিনই মান্নাতের বাইরে ভিড় থাকে বলিউড অভিনেতা শাহরুখের ভক্তদের। তবে ঈদে সেই ভিড় বেড়ে যায় কয়েকগুণ। শাহরুখকে এক ঝলক দর্শন পেতে সকাল থেকেই শুরু হয় ভক্তদের অপেক্ষা। শাহরুখও নিরাস করেন না ভক্তদের।
ঈদের দিন সকাল থেকেই মান্নাতের সামনে হাজার হাজার মানুষের ভিড় ছিল। সেই ভিড় সামাল দিতে কষ্ট পোহাতে হয়েছে পুলিশকে। সন্ধ্যা নামার আগে ভক্তদের সামনে আসেন শাহরুখ। চিরাচরিত নিয়মেই মান্নাতের বাইরে এসে সালাম জানালেন তিনি।
পরনে ব্লু ডেনিম ও ব্লু টিশার্ট, চোখে সানগ্লাস। প্রিয় তারকাকে এক ঝলক দেখেই ভক্তদের বাঁধ ভাঙল উচ্ছ্বাসের। ভক্তদের সঙ্গে গ্রুপ সেলফি তুলে পোস্ট করেন কিং খান নিজেই। সবার জন্য দোয়াও করলেন সুপারস্টার।
সূত্র: হিন্দুস্তান টাইম, এনডিটিভি
বিডি প্রতিদিন/হিমেল