টিভির পর্দায় আর ফিরবে না করণ জোহর সঞ্চালিত বিতর্কিত টক শো ‘কফি উইথ করণ’। আর এই খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন বলিউড পরিচালক করণ জোহর।
বুধবার করণ জোহর তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেন, ‘কফি উইথ করণ শো আমার জীবনের একটা অংশ, আপনাদেরও। এই শোয়ের ৬টি সিজন ধরে সেটা আমাদের জীবনের অংশ হয়ে উঠেছিল। আমার মনে এই শোয়ের মধ্যে দিয়ে একটা প্রভাব বিস্তার করতে সমর্থ হয়েছি। এমনকী, পপ কালচারের ইতিহাসে আমাদের একটা পাকা জায়গা হয়ে গিয়েছে। তবুও খুব ভারী মনেই জানাচ্ছি, কফি উইথ করণ আর ফিরছে না’।
‘কফি উইথ করণ’-এর ষষ্ঠ এবং শেষ সিজন সম্প্রচারিত হয়েছিল ২০১৯ সালে।
এই শোয়ের বেশ কয়েকটি এপিসোড রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছিল। করণ জোহরের এই শো থেকেই কঙ্গনার হাত ধরে ছড়িয়ে পড়েছিল বলিউড ও নেপোটিজম বিতর্ক। শুধু তাই নয়, কে এল রাহুল ও হার্দিক পাণ্ডিয়ার এপিসোড নিয়ে তো তুমুল সমালোচনা শুরু হয়েছিল। শেষমেশ, ক্ষমাও চেয়েছিলেন করণ জোহরও।
এর আগে ২০২০ সালে ‘কফি উইথ করণ’-এর কামব্যাকের কথা শোনা গিয়েছিল। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা করণ জোহরের এই শো পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্মাতারা। তারপর থেকেই নানা কারণে ঝুলে ছিল এই প্রোজেক্ট। অবশেষে ইতি ঘটল ‘কফি উইথ করণ’-এর জার্নিতে।
২০০৪ সালে প্রথমবার সম্প্রচারিত হয়েছিল এই শো। শাহরুখ খান, কাজল ছিলেন ‘কফি উইথ করণ’-এর প্রথম অতিথি। এরপর সালমান খান, আমির থেকে অক্ষয়, রণবীর কাপুর থেকে রণবীর সিং সকলেই হাজির থেকে করণের টক শো'তে। দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর, কারিনা কাপুর খান, প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রানাওয়াতের মতো হিরোইনরাও করণের টক শো-এর কাউচের শোভা বাড়িয়েছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন