বলিউড অভিনেতা-প্রযোজক সোহেল খান ও ডিজাইনার সীমা খান তাদের দীর্ঘ ২৪ বছরের সংসার জীবনের ইতি টানতে চলেছেন বলে একটি সূত্র জানিয়েছে। সূত্রটি বলেছে, আজ শুক্রবার মুম্বাইয়ের একটি আদালতে তারা বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম দি ইকোনমিক টাইমসের খবরে বিষয়টি জানানো হয়েছে। যদিও দুজন এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেননি। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের একটি পারিবারিক আদালতের বাইরে দেখা গেছে তাদের। তারা পৃথক গাড়িতে করে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।
পারিবারিক আদালতের একটি সূত্র ইকোনমিক টাইমসকে জানিয়েছে, তারা তাদের ২৪ বছরের দাম্পত্য জীবনকে বন্ধুত্বপূর্ণভাবে শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন।
সূত্রটি বলেছে, ‘সোহেল খান ও সীমা সচদেব আজ আদালতে উপস্থিত ছিলেন। তারা বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। উভয়েই একে অপরের প্রতি বন্ধুত্বপূর্ণ ছিলেন।’
১৯৯৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। ২০০০ সালে তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র নির্বাণ খান। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় তাদের দ্বিতীয় পুত্র ইয়োহান।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ