বাংলা স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ নিয়ে এসেছে জনপ্রিয় ছবি ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’। ছবিটি ফরাসি-জার্মান যৌথ-প্রযোজনায় নির্মিত রোমান্স-ফ্যান্টাসি ঘরানার যা চলচ্চিত্র জগতে ক্লাসিক হিসেবে সমাদৃত।
সিনেমাটিতে লিয়া সিডউক্স, বিউটি এবং ভিনসেন্ট ক্যাসেল বিস্ট চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করছেন ক্রিস্টোফ গ্যান্স। ছবিটি সর্বপ্রথম ১২ ফেব্রুয়ারি ২০১৪-তে ফ্রান্সে মুক্তি পায় এবং পরবর্তীতে একই বছর ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে জার্মানির বার্লিনে মুক্তি পায়। ভালোবাসার চিরন্তন উচ্ছ্বাস, ত্যাগ ও মিলনের সুতীব্র আকাঙ্ক্ষাই দর্শকরা দেখতে পাবেন ‘বিউটি এন্ড দ্য বিস্ট’ চলচ্চিত্রটিতে।
বঙ্গের হেড অফ লাইসেন্সিং এবং ডিস্ট্রিবিউশন, ক্যারোলিন হপনার বলেছেন, "বঙ্গের বিনোদনপ্রেমী দর্শকদের জন্য ফ্যান্টাসি ক্লাসিক রোম্যান্স "বিউটি অ্যান্ড দ্য বিস্ট” আনতে পেরে সত্যি খুব আনন্দিত। আমরা বিশ্বাস করি, আমাদের দর্শকরা সিনেমাটি আন্তরিকভাবে পছন্দ করবে ৷”
বিডি প্রতিদিন/ফারজানা