শুক্রবার মুক্তি পেয়েছে রণবীর কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘শমশেরা’। কিন্তু আয়ের দিক থেকে প্রথম দিন সিনেমাটি বক্স অফিসে তেমন আয় করতে পারেনি।
ট্রেড বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন, মুক্তির প্রথম দিনে ‘শমশেরা’র আয় দাড়াবে ১২-১৪ কোটি রুপি। তবে প্রত্যাশার তুলনায় এর আয় কিছুটা কমে ১০.২৫ কোটি রুপি। যা চলতি বছর মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর প্রথম দিনের আয়ের দিক থেকে ৫ম স্থানে অবস্থান করছে।
মুক্তির প্রায় এক মাস আগে থেকে সিনেমাটির প্রচারণা করেছেন নির্মাতারা। প্রচারণার কারণেই মাল্টিপ্লেক্সগুলোতে সিনেমাটির অগ্রিম টিকেট বিক্রি বাবদ আয় করেছে ২ কোটি রুপি। তবে একক স্ক্রিনে অগ্রিম টিকেট বিক্রি আশাব্যঞ্জক নয় বলে জানা গেছে।
বিশ্বব্যাপী ৫ হাজার ৫৫০ প্রেক্ষাগৃহে মুক্তি প্রাপ্ত ‘শমশেরা’ সিনেমাটির বাজেট মোট ১৫০ কোটি রুপি। যার মধ্যে রণবীরই নাকি পারিশ্রমিক নিয়েছেন ৫০ কোটি রুপি। এছাড়াও সঞ্জয় দত্ত ও বাণী কাপুর পারিশ্রমিক নিয়েছেন যথাক্রমে ১০ ও ২ কোটি রুপি।
‘শমশেরা’ সিনেমাটি পরিচালনা করছেন করণ মালহোত্রা।
বিডি প্রতিদিন/এএম