রবিউল ইসলাম জীবনের কথায় নতুন গান নিয়ে হাজির হচ্ছেন আরফিন রুমি। গানের শিরোনাম ‘খুব আদরে’। ২৬ জুলাই প্রকাশিত হবে গানটি। গানটিতে বরাবরের মতো সুর-সংগীত করেছেন আরফিন রুমি নিজেই। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের গায়িকা আতিয়া আনিসা।
এরইমধ্যে নির্মাণ করা হয়েছে ‘খুব আদরে’ গানটির ভিডিও। নির্দেশনায় আছেন মাসুদ রানা অনিক। ভিডিওতে মডেল হয়েছেন আরফিন রুমি ও সামিহা আক্তার। মিউজিক ভিডিওটি প্রকাশিত হবে সিডি চয়েসের ব্যানারে।
গানটি নিয়ে আরফিন রুমি বললেন, ‘আসলে গানের সংখ্যা কমিয়ে দিয়েছি। জীবন ভাইয়ের কথায় বেশ কয়েকটা সফল গান করেছি। অনেকদিন পর আবারও আমরা এক হলাম। এবারও ভালোলাগার মতো কিছুই পেতে যাচ্ছেন শ্রোতারা। এই গানটি প্রযোজনা করার জন্য বিশেষ ধন্যবাদ জানাই সিডি জহিরুল ইসলাম সোহেল ভাইকে।’
গীতিকার রবিউল ইসলাম জীবন বলেন, ‘আরফিন রুমি ভাইয়ের সঙ্গে বেশ কিছু গান করা হয়েছে আমার। তবে গত কয়েক বছর ধরে নানা কারণে নতুন গান করা হয়নি। এ নিয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা আবদার জানিয়ে আসছিলেন। অবশেষে সেই আবদার পূরণ হচ্ছে। আশা করছি, আগের গানগুলোর মতো এটিও শ্রোতারা পছন্দ করবেন।’
বিডি প্রতিদিন/ফারজানা