জীবনে প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। ঐতিহাসিক প্রেক্ষাপটে বানানো হয়েছে ছবি। তাই ‘শমশেরা’ নিয়ে রণবীরের প্রত্যাশা ছিল বেশি। সঙ্গে সঞ্জয় দত্ত ও বানী কাপুরের মতো তারকাও ছিলেন। কিন্তু ছবির প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে পারছে না।
ভারতীয় চলচ্চিত্রের বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ জানিয়েছেন, ‘শমশেরা’ ছবিটির ভাগ্য নিতান্তই মন্দ। মুক্তির তিন দিনে ছবিটি আয় করেছে মাত্র ৩১ কোটি ৭৫ লাখ রুপি। সামনে নতুন ছবি মুক্তি পেলে ছবিটির ব্যবসা আরও কমে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
এক শব্দে ‘শমশেরা’ ছবিটির রিভিউও দিয়েছেন তারান। তিনি লিখেছেন, ছবিটি ‘অসহ্য’। রণবীরের মতো তারকাও ছবিটিকে ব্যর্থতার হাত থেকে রক্ষা করতে পারে না। তারান ছবিটির রেটিং দিয়েছেন .৫! ছবিটি ‘থাগস অব হিন্দুস্থান’র কথা মনে করিয়ে দিয়েছে বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘থাগস অব হিন্দুস্থান’। আমির খান, ক্যাটরিনা কাইফ, অমিতাভ বচ্চন ও ফাতিমা সানা শেখের মতো তারকা থাকলেও ছবিটি ভালো করতে পারেনি বক্স অফিসে।
বিডি প্রতিদিন/ফারজানা