সম্প্রতি ‘আশীর্বাদ’ সিনেমার ইস্যুতে আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এমন সময়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি হয়ে নতুন চমক নিয়ে হাজির হলেন এই নায়িকা। নতুন সিনেমা ‘লাইভ’-এর দেড় মিনিটের এক ঝলকে রীতিমতো চমকে দিয়েছে এই জুটি।
গতকাল শুক্রবার রহস্য-থ্রিলে ভরা টিজারটি প্রকাশ্যে এসেছে। এক মিনিট ৪৮ সেকেন্ডের টিজারে রীতিমতো চমকে দিয়েছেন ঢাকাই সিনেমার ‘অগ্নি’কন্যা। রহস্য-থ্রিলারে ভরা এই এক ঝলকের মূল আকর্ষণ নায়িকা। টিজার দেখে বোঝা যায়, একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে এগিয়েছে সিনেমাটির গল্প। পুলিশ তদন্তে নেমে খুঁজে পায় বিভিন্ন রহস্য। এরপর বেরিয়ে আসে অনেক অজানা ঘটনা।
‘লাইভ’ নির্মাণ করেছেন শামীম আহমেদ রনি। মাহি-সাইমন ছাড়াও এতে অভিনয় করেছেন আদর আজাদ, শিবা শানু, আমিন সরকার ও সাবেরী আলমসহ আরও অনেকে। শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমাটি আগামী ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
বিডি-প্রতিদিন/শফিক