পরীর ব্যস্ততা এখন শুধু তার একমাত্র পুত্র রাজ্যকে নিয়ে। আর সে কারণে আপাতত অভিনয় থেকে দূরে আছেন তিনি। অনেকেই মাঝেমধ্যে অভিযোগ করেন, এই নায়িকাকে ফোনে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না, তার উত্তর দিয়েছেন পরীমণি।
এই নায়িকার ভাষ্য, ‘আমি আমার সঙ্গে বা বেডরুমে আমার মোবাইল ফোন রাখি না এখন। কারণ, রাজ্য মোবাইল ফোন নোটিশ করে নানা কারণেই। এটাতে ওর আগ্রহ বাড়ে এমন সব খুব সচেতনভাবেই এড়িয়ে যেতে হচ্ছে।’
ফেসবুকে তিনি আরও লিখেন, ‘কারও সঙ্গে কথা বলার সময় ছাড়া আমি মোবাইল ফোন রাজ্যর সামনে আনি না বললেই চলে। তাই হয়তো সবসময় সব ফোন কল এটেন্ড করতে পারি না যখন-তখন। আপনাদের দরকারে আমাকে একটা মেসেজ করে রাখবেন। আমি চেষ্টা করব, যত তাড়াতাড়ি সম্ভব কল ব্যাক করার। আশা করব, বিষয়টি অবশ্যই আপনারা কেয়ার করবেন।’
বিডি প্রতিদিন/আরাফাত